ক্রিকেট

শ্রীলঙ্কার নিষেধাজ্ঞা তুলে নিলো আইসিসি

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে আন্তজার্তিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এখন থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।

আজ (২৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা।

গেলো বছরের নভেম্বরে বোর্ডের ওপর সরকারি হস্তক্ষেপের কারণে এসএলসিকে নিষেধাজ্ঞা দেয় আইসিসি। সদস্য হিসেবে নিয়ম ভাঙা- বিশেষ করে সরকারি হস্তক্ষেপের প্রভাবমুক্ত হয়ে কার্যক্রম চালাতে ব্যর্থ হওয়ায় এমন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল এসএলসিকে।

নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকেই লঙ্কান বোর্ডের কর্মকাণ্ডের সার্বিক দিক পর্যবেক্ষণ করেছে আইসিসি। এখন অবস্থা সন্তোষজনক মনে হওয়ার কারণে এসএলসির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

আইসিসি জানিয়েছে, এখন আর সদস্যপদের কোনো নিয়ম লঙ্ঘন করছে না তারা, তাই তাদের ব্যাপারে আইসিসির বোর্ড সন্তুষ্ট হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন