এই ৫ লক্ষণ দেখে সাবধান হোন, বিয়ে ভেঙে যেতে পারে
দাম্পত্য জীবনে কয়েক বছর পর একঘেয়ে লাগা স্বাভাবিক। বিয়েতে একঘেয়েমি দেখা দিলে অবশ্যই সাবধান হতে হবে। এ প্রসঙ্গে বিবাহিত জীবনে বিরক্ত হয়ে যাওয়ার লক্ষণগুলি লিখেছেন দম্পতিদের কোচ জুলিয়া উডস।
১. যখন আমরা সম্পর্কে একই জিনিস করতে থাকি, তখন সম্পর্কের মধ্যে বিরক্ত আসা স্বাভাবিক। তাই রোজ নতুন কিছু নিজের মধ্যে নিয়ে আসুন।
২. নিজেদের মধ্যে কথা বলার মতো আর কিছু না থাকলে সম্পর্কে একঘেয়ামি চলে আসে এই লক্ষণ দেখলে আমাদের সম্পর্কটি পুনরুজ্জীবিত করা দরকার।
৩. যখন ঘনিষ্ঠতা তা মানসিক হোক বা শারীরিক, অস্তিত্বহীন হতে শুরু করে, তখন বিবাহে একঘেয়ামি এসেছে তা বলা যেতে পারে।
৪. আমাদের বন্ধু এবং সহকর্মীরা তাদের স্ত্রীদের সম্পর্কে যেভাবে কথা বলে তাতে আমরা ঈর্ষান্বিত হতে শুরু করি। আমরা বিয়ে করার আমাদের পছন্দগুলিও নিজেদের সম্পর্ককেও বিচার করতে শুরু করি- এটিও সম্পর্ক একঘেয়ে হয়ে যাওয়ার একটি লক্ষণ।
৫. সর্বোপরি নিজেদেরকে প্রচুর সময় দিতে হবে। একসঙ্গে থাকতে হবে বা একে অপরকে সময় দিতে হবে।