ফুটবল

জাভির সাথে ‘শেষ পর্যন্ত’ থাকতে চান গাভি

লা লিগার ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে ৫-৩ গোলের হারের পর বার্সেলোনার দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন কোচ জাভি হার্নান্দেজ। এ মৌসুম শেষেই স্প্যানিশ ক্লাবটিকে বিদায় জানাবেন তিনি।

২০২১ সালে রোনাল্ড কোমানের বিদায়ের পর নভেম্বরে বার্সেলোনার দায়িত্ব নেন তিনি।  দায়িত্ব নিয়ে বার্সেলোনাকে দুটি শিরোপাও জেতান এই কিংবদন্তি। কিন্তু চলতি মৌসুমে স্প্যানিশ সুপার কাপ ফাইনালে হার এবং কোপা দেল রে থেকে বিদায় নেওয়ার চাপ বাড়তে থাকে জাভির ওপর। শেষ পর্যন্ত ভিয়ারিয়ালের বিপক্ষে হারের পর ঘোষণাটা দিয়েই দিলেন জাভি।

জাভির ক্লাব ছাড়ার ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বার্সার ফুটবলারদের মধ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির তরুণ মিডফিল্ডার গাভি। বিদায় ঘোষণার পর জাভির সঙ্গে ছবি দিয়ে গাভি লিখেছেন, ‘জনাব, আপনার সাথে শেষ পর্যন্ত আছি।’ সঙ্গে জুড়ে দিয়েছেন একটি ভালোবাসার ইমোজিও।

ইনজুরিতে থাকায় আগামী মৌসুমের আগে আর বার্সার হয়ে মাঠে নামা হবে না গাভির।  অর্থাৎ বার্সার ক্যারিয়ারের নিজের পরের অধ্যায়টা গাভি শুরু করবেন নতুন কোচের অধীনে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন