ক্রিকেট

বিশ্বকাপ ব্যর্থতায় তদন্ত কমিটির মুখোমুখি হচ্ছেন সাকিব

ভারত বিশ্বকাপে ব্যর্থতা অনুসন্ধানে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই তদন্তের লম্বা সময় পার হলেও বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে কথা বলেনি তদন্ত কমিটি।

তবে আজ সোমবার তদন্ত কমিটির মুখোমুখি হবার কথা রয়েছে সাকিবের। ইতোমধ্যে তিন সদস্যের তদন্ত কমিটি সকালে সিলেটে পৌঁছেছেন। ধারণা করা হচ্ছে আজই তামিম ইকবালের সঙ্গেও বসবেন তদন্ত কমিটির সদস্যরা।

এর আগে গতকাল রোববার সাকিবের সঙ্গে বৈঠকের বিষয়ে নিশ্চিত করেছিলেন তদন্ত কমিটির সদস্য এবং ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খান।

আকরাম জানিয়েছিলেন সাকিব ও তামিমের সাথে কথা বলার পর রিপোর্ট তৈরির কাজে হাত দেবেন তারা, '৯০ ভাগ কাজ মাসখানেক আগেই হয়ে গেছে। এরপর নিউজিল্যান্ড সফর ছিল, এখন বিপিএল চলছে। ২-১ জনের সাথে এখনও বসতে পারিনি। নির্বাচন নিয়ে অধিনায়কও ব্যস্ত ছিল। কাল তাদের সঙ্গে বসে মোটামুটি রিপোর্ট দিয়ে দেবো।’

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন