তথ্য-প্রযুক্তি

প্রযুক্তিখাতে জানুয়ারিতেই ২০ হাজারের বেশি কর্মী ছাঁটাই

২০২৪ সালের প্রথম মাসেই বিশ্বজুড়ে প্রযুক্তিখাতে কর্মী ছাঁটাই হয়েছে ২০ হাজারেরও বেশি। কারণ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখন এআইয়ে বিনিয়োগে ঝুঁকছে। লেঅফস ডট ফাইয়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

নিজের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ভয়াবহতা সম্পর্কে হুঁশিয়ারি দিয়ে অনেক আগেই গুগলের চাকরি ছেড়েছিলেন ‘এই গডফাদার’ জিওফ্রে হিন্টন। এখন তার সেই হুঁশিয়ারিই অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। কারণ বর্তমানে কর্মী ছাঁটাইয়ের প্রতিযোগিতায় নেমেছে প্রযুক্তি কোম্পানিগুলো।

২০২৪ সালের একমাস পার না হতেই বিশ্বব্যাপী প্রযুক্তিখাতে চাকরি হারিয়েছে প্রায় ২০ হাজার কর্মী। কর্মী ছাঁটাই নিয়ে লেঅফস ডট ফাইয়ের সবশেষ পরিসংখ্যানে এমন তথ্যই উঠে এসেছে। কর্মী ছাঁটাই করে খরচ কমিয়ে সেই অর্থ এআই খাতে বিনিয়োগ করছে প্রতিষ্ঠানগুলো।

গেল সপ্তাহে গুগলের সিইও সুন্দর পিচাই, ছাঁটাই নিয়ে কর্মীদের সতর্ক করে বলেছেন, এই বছর আরও বেশি কর্মী ছাঁটাই হবে। কারণ কোম্পানিটি এখন এআইয়ে বিনিয়োগে বেশি মনোযোগ দিচ্ছে। চলতি মাসের শুরু থেকে এখন পর্যন্ত শত শত কর্মী ছাঁটাই করেছে গুগল।

সম্প্রতি জার্মান এন্টারপ্রাইজ সফটওয়্যার ফার্ম এসএপি ঘোষণা করেছে ২০২৪ সালে এআই বিজনেসে ফোকাস বাড়িয়ে ফার্মটি পুনর্গঠন করতে প্রায় ৮ হাজার কর্মী ছাঁটাই করবে তারা।

জোরালোভাবে এআইয়ে বিনিয়োগের কারণে চলতি মাসের শুরুতেই ভিডিও-স্ট্রিমিং এবং স্টুডিও বিভাগে শত শত কর্মী ছাঁটাই করেছে ই-কমার্স জায়ান্ট আমাজন।

ই-কমার্স জায়ান্টের ক্লাউড পরিষেবা ব্যবসা আমাজন ওয়েব সার্ভিসেস জানিয়েছে, ২০২৭ সালের মধ্যে জাপানে ক্লাউড কম্পিউটিং অবকাঠামো খাতে ২.২৬ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ করবে।

সবশেষ বলাই যায়, প্রযুক্তিবিশ্বে বেশ দাপটের সঙ্গে রাজত্ব করেছে এআই। যার প্রভাবে সারা বিশ্বে ব্যাপক বিপর্যয় ঘটছে চাকরির বাজারে।

এ সম্পর্কিত আরও পড়ুন