টুকিটাকি

গাড়িতে থরে থরে সাজানো ছিলো টাকার বান্ডিল, গুনে শেষ করা যায় না!

দ্রুত গতিতে ছুটছিল গাড়িটি। সেই গাড়িটি ধরার জন্য ছক সাজিয়ে রেখেছিলো পুলিশও। গাড়িটি নজরে আসতেই সেটিকে দাঁড় করিয়ে তল্লাশি চালায় তারা। তল্লাশি চালাতে গিয়ে চোখ কপালে ওঠে সকলের। দেখেন গাড়ির মধ্যে থরে থরে সাজানো টাকার বান্ডিল। এতো টাকা কোথা থেকে এলো, সেই প্রশ্নের সদুত্তর দিতে পারেননি ওই গাড়ির চালক এবং যাত্রীরা। সেই কারণেই তাদের গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ সংস্থা এএনআই জানায়, ভারতের ছত্তীসগঢ়ের ভিলাই ভাট্টি থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল যে, গাড়ি করে কোটি কোটি টাকা পাচার করা হচ্ছে! খবর পাওয়া মাত্রই অভিযানে নামে এসিসিইউ এবং ভিলাই ভাট্টি থানার পুলিশ।

পুলিশ জানায়, গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। গাড়ির মধ্যে থেকে দুই কোটি ৬৪ লাখ টাকা উদ্ধার করা গেছে। এই টাকার উৎস কী, কোথা থেকে টাকা এলো, কোথায় টাকা ‘পাচার’ করা হচ্ছিল- সেই সব প্রশ্নই সামনে এসেছে। পুলিশের একাধিক প্রশ্নের কোনও উত্তর দিতে পারেননি গাড়ির যাত্রীরা।

পুলিশ অভিযুক্তদের আটক করে প্রথমে ভিলাই ভাট্টি থানায় নিয়ে আসা হয়। সেখানেই টানা জেরার পর অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। এই টাকার পিছনে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তদের নিজেদের হেফাজতে নেয়ার জন্য আদালতে আবেদন জানাবে তারা।

এ সম্পর্কিত আরও পড়ুন