দেশজুড়ে

সাজেকে আগুনে পুড়ে ছাই তিন রিসোর্ট

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালির কংলাক পাহাড়ে অবস্থিত রিসোর্টে আগুন লেগেছে। আগুনে মেঘছোয়া রিসোর্ট, ফুরেংগি রিসোর্ট, দুমদে রিসোর্টসহ একটি বসতঘর ও দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। সেখানে থাকা পর্যটকদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সাজেকের মেঘছোঁয়া রিসোর্টে আগুন লাগে। দ্রুতই আগুন আশপাশের রিসোর্ট, দোকান ও বসতঘরে ছড়িয়ে পড়ে। আগুনের বিষয়টি নিশ্চিত করে সাজেক থানার সার্কেল এএসপি ও রাঙ্গামাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার মধ্যরাত আনুমানিক একটায় হঠাৎ দুমদে রিসোর্টে আগুন ছড়িয়ে পড়ার খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ এবং কটেজ ও রিসোর্ট মালিক সমিতির লোকজন ছুটে আসেন এবং প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এখন পর্যন্ত আগুনের সঠিক কারণ জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীদের ধারণা, কংলাক পাহাড়ের মেঘছোঁয়া রিসোর্টের পাশে স্থানীয়রা কাঠ পুড়িয়ে আগুন পোহানোর সময় সেখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

সাজেক কটেজ মালিক সমিতির সহ-সভাপতি চাইথুয়াং অং চৌধুরী জয় জানান, মেঘছোঁয়া রিসোর্ট থেকে আগুন লেগে পাশের ফড়িংগি রিসোর্ট, স্থানীয় ভূবন ত্রিপুরার বাড়ি ও একটি দোকান পুড়ে যায়।

প্রসঙ্গত, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন