ক্রিকেট

ঢাকার বিপক্ষে চ্যালেঞ্জিং সংগ্রহ সিলেটের

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে সিলেট পর্বে দিনের প্রথম খেলায় মুখোমুখি হয়েছে সিলেট স্ট্রাইকার্স ও দুর্দান্ত ঢাকা। খেলায় শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করেছে সিলেট।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা। প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফেরেন শামসুর রহমান শুভ।  এরপর মাত্র ৩ রান করে আউট হয়ে যান নাজমুল হোসেন শান্ত ও রানের খাতা খোলার আগে ফিরে জাকির হাসানও।

১৩ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে  ফেলা সিলেটের হাল ধরেন মোহাম্মদ মিঠুন ও সামিত প্যাটেল। এই জুটিতে আসে ৫৭ রান।  ৩২ বলে ৩২ রানে সামিত আউট হয়ে গেলেও একপ্রান্ত আগলে রেখে ব্যক্তিগত ফিফটি তুলে নেন মিঠুন। ঢাকার বিপক্ষে ৩৬ বলে পঞ্চাশ ছুঁয়েছেন ডানহাতি এই ব্যাটার। শেষদিকে আরিফুলের ৯ বলে ২১ রানের ঝড়ো ইনিংসে ১৪২ রানের সংগ্রহ পেয়েছে সিলেট।

 

এ সম্পর্কিত আরও পড়ুন