রূপগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।
শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২ টা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান মাহমুদ রাসেলের এর নেতৃত্বে ঢাকা সিলেট মহাসড়কের গাউছিয়া ও গোলাকান্দাইল এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মহাসড়কের পাশে অবৈধ দখলে থাকা ফুটপাতের দোকানপাট, বাস কাউন্টারসহ মহাসড়কের পাশে গড়ে ওঠা সকল প্রকার স্থাপনা উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকার, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান তুহিন, ভূলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিষ্টার আরিফুল হক ভূইয়া, ভূলতা ফাঁড়ীর ইনচার্জ মোস্তাফিজুর রহমান, স্বেচ্ছাসেবক টীম লিডার রাকিব হাসান বাদল ও বিপুল সংখ্যাক আইনশৃঙ্খলা বাহীনির সদস্যসহবৃন্দসহ অনেকে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান মাহমুদ রাসেল বলেন, ঢাকা সিলেট মহাসড়কের গাউছিয়া এলাকায় গড়ে ওঠা সকল প্রকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এর আগে ফুটপাতের এ সকল অবৈধ স্থাপনা সড়িয়ে নেয়ার জন্য ঘোষণা দেয়া হয়েছিল। কিন্তু এ অবৈধ স্থাপনা সড়িয়ে না নেয়ায় সেগুলা আজ উচ্ছেদ করা হয়েছে। আমাদের এ উচ্ছেদ অভিযান চলমান থাকবে।