রাজনীতি

বিরোধী দল কী সেটা আমরা এই পার্লামেন্টে দেখিয়ে দেবো : চুন্নু

বিরোধী দল কী সেটা আমরা এই পার্লামেন্টে দেখিয়ে দেবো। ১১ জনই যথেষ্ট। ৫০ জন থেকে লাভ নেই যদি কেউ কথা বলতে না পারেন। জিএম কাদের সাহসী নেতা, আমিও কম সাহসী না। বললেন, জাতীয় পার্টির একাংশের মহাসচিব মুজিবুল হক চুন্নু।

শনিবার (৩ ফেব্রুয়ারি) দলটির বনানী চেয়ারম্যানের কার্যালয়ে এক অনুষ্ঠানে  এসব কথা বলেন তিনি।

গেলো ২ ফেব্রুয়ারি কাকরাইলে অফিস দখল সম্পর্কে বলেন, ওয়াশরুম ব্যবহার করার কথা বলে তারা কাকরাইল অফিসে ঢোকেন। তারা এটা সংবাদ করার জন্য করেছেন, দখল করার জন্য আসেননি। চোরের মতো এসেছেন। তাই আইনগত ব্যবস্থা নেয়ার কিছু নেই।

সরকারকে উদ্দেশ্যে করে তিনি বলেন, বড় বড় রিসোর্টে কারা যায়? টনকে টন মদ কারা খায়? সরকারের উচিত সবার সম্পদের হিসাব নেয়া।

দল থেকে নেতা কর্মী পদত্যাগ প্রসঙ্গে বলেন, চালক যদি ঠিক থাকেন ট্রেন ঠিকই চলবে। ‘দু’চারজন প্যাসেঞ্জার চলে গেলে কিছু আসে যায় না। দুই বছর সময় দেন সংগঠন কাকে বলে দেখিয়ে দেবো।’

প্রসঙ্গত , এর আগে গেলো ২৮ জানুয়ারি রওশন এরশাদ দলের গঠনতন্ত্রের ক্ষমতাবলে নিজেকে পার্টির চেয়ারম্যান ও কাজী মামুনুর রশীদকে মহাসচিব হিসেবে ঘোষণা করেছিলেন। একইসঙ্গে জাপার বর্তমান চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুকে বহিষ্কার করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন