খেলাধুলা

সেমিতে যেতে সহজ লক্ষ্য পেলো বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার  লড়াইয়ে সহজ লক্ষ্য পেয়েছে টাইগার যুবারা। সেমিতে উঠতে ১৫৬ রান করতে হবে বাংলাদেশকে। তবে এ লক্ষ্য অতিক্রম করতে হবে ৩৮.১ ওভারের মধ্যে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার বেনোনিতে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। স্থানীয় সময় সকাল ১০টা অর্থাৎ বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হয় ম্যাচটি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে স্টার স্পোর্টস-১।

শেষ খবর পাওয়া পর্যন্ত, প্রথম পাওয়ার প্লেতে ৫ ওভার ১ বলে ৩৬ রানে ২ উইকেট হারিয়েছে টাইগার যুবারা। ক্রিজে ব্যাট করছেন, রিজওয়ান ও আরিফুল।

এর আগে টসে জিতে, পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। সেমিফাইনালে যাবার লড়াইয়ে আগে ব্যাট করতে নেমে পাকিস্তানের হয়ে ইনিংস শুরু করতে আসেন শামিল হোসেন ও শাহজাইব খান। ম্যাচের শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন তারা। তবে জুটি গড়ে শক্তিশালী হয়ে উঠার আগেই ম্যাচের নবম ওভারে এ জুটিতে আঘাত হানেন রোহানাত দৌল্লাহ বর্ষণ। দলীয় ৩৭ রানে শামিল হোসেন আউট হবার আগে ১৯ রান করেন তিনি।

এরপর উইকেটে আসেন আজান আওয়াস। তবে উইকেটে থিতু হওয়ার আগেই তাকে সাজঘরের পথ দেখান

৮৯ রানের ৬ উইকেট হারিয়ে চাপে পরে পাকিস্তান। কিন্তু সপ্তম উইকেটে আসফান্দ ও মিনহাজের ব্যাটে প্রতিরোধ গড়ে তোলে তারা। এ জুটির ব্যাট থেকে আসে ৪৩ রান। ভয়ংকর হয়ে ওঠা এ জুটিতে আঘাত হানেন শেখ পারভেজ। দলীয় ১৩২ রানে আসফান্দ আউট হলে ভাঙে এই জুটি। তাতেই ম্যাচ থেকে ছিটকে যায় বাবর-রিজওয়ানদের উত্তরসূরীরা।

 

শেষ পর্যন্ত ৪০.৪ ওভারে ১৫৫ রানে গুটিয়ে যায় পাকিস্তান। বাংলাদেশের হয়ে বল হাতে সর্বোচ্চ চার উইকেট নেন রোহানাত দৌল্লাহ বর্ষণ ও শেখ পারভেজ জীবন।

এ সম্পর্কিত আরও পড়ুন