আর্কাইভ থেকে বাংলাদেশ

কুসিক নির্বাচন: প্রার্থীদের ৬ষ্ঠ দিনের প্রচার-প্রচারণায় চলছে

গণ-সংযোগের মধ্যদিয়ে ৬ষ্ঠ দিনের প্রচার-প্রচারণা শুরু করেছেন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।

বুধবার (১ জুন) সকালে নগরীর কান্দিরপাড় এলাকা থেকে এই প্রচারণা শুরু করেন নৌকার প্রার্থী আফানুল হক রিফাত। 

এর আগে মঙ্গলবার (৩১ মে) রাতে নৌকার প্রতীকের মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত নগরীর ১৪ নম্বর ওয়ার্ডে ও তার সহধর্মিণী নগরীর ২ নম্বর ওয়ার্ডে উঠান বৈঠক করেন। 

এছাড়া নেতাকর্মীরা বিভিন্ন ওয়ার্ডে নৌকার প্রতীকের পক্ষে উঠান বৈঠক ও প্রচারণা চালায়।

এদিকে একই দিন সকাল ১০টায় সাবেক মেয়র স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু ২৩ নম্বর ওয়ার্ডের কোটবাড়ী এলাকায় গণ-সংযোগের কথা রয়েছে। অন্যদিকে আরেক স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার সকাল ৯টায় নগরীর ৯ নম্বর ওয়ার্ড থেকে প্রচারণা শুরু করেন। 

তবে প্রচারণার ৬ষ্ঠ দিন পর্যন্ত এই তিন প্রার্থী ছাড়া বাকী দুই মেয়র প্রার্থীকে প্রচারণায় লক্ষ করা যায়নি। এছাড়া বিভিন্ন ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী ও সাধারণ কাউন্সিল প্রার্থী-গণ প্রচারণা চালাচ্ছেন।

উল্লেখ্য, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ৫ মেয়র প্রার্থীসহ ১৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নগরীর ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ২৭ হাজার ৭৯২ জন। আগামী ১৫ জুন ১০৫টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন