আর্কাইভ থেকে বাংলাদেশ

নিজ ক্লাবেই থাকছেন লেভানডস্কি!

কিছুদিন আগে থেকেই গুঞ্জন  ছিলো বায়ার্ন মিউনিখ ছাড়ছেন রবার্ট লেভানডস্কি। বিশেষ করে গত সোমবার তিনি নিজেই জানিয়েছিলেন, বায়ার্নে তার সময় শেষ। পোলিশ স্ট্রাইকারের পরবর্তী গন্তব্য হিসেবে বার্সেলোনার নামটাই সবচেয়ে জোরেশোরে শোনা যাচ্ছেলো। কিন্তু লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস জানিয়ে দিলেন, বার্সার পক্ষে লেভানডস্কিকে কেনা সম্ভব না! 

বার্সেলোনার অর্থনৈতিক বাস্তবতার সুযোগ নিতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস গত জানুয়ারিতে বড় অঙ্কের বিনিময়ে সার্বিয়ান স্ট্রাইকার দুসান ভ্লাহোভিচকে দলভুক্ত করেছে।

পিএসজি বিপুল অর্থ ব্যয়ে কিলিয়ান এমবাপ্পেকে নতুন চুক্তিতে বেঁধেছে, সেজন্য এ দুই জায়ান্টের পক্ষে আপাতত লেভানডস্কিকে দলে টানা সম্ভব নয়। তাই লেভানডভস্কির পরবর্তী গন্তব্য হিসেবে প্রিমিয়ার লিগ জায়ান্ট চেলসি, লিভারপুল এবং ম্যানচেস্টার ইউনাইটেডের নাম উল্লেখ করেছে ইংলিশ সংবাদ মাধ্যম এক্সপ্রেস।

সম্প্রতি এক সাক্ষাৎকারে লেভানডভস্কির সঙ্গে বার্সেলোনাকে জড়িয়ে সব গুঞ্জনে পানি ঢেলে দিয়েছেন লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস। লা লিগার সভাপতি বলেছেন, বার্সেলোনা তাদের অর্থনৈতিক অবস্থা এবং লা লিগার বিধি সম্পর্কে অবগত। তারা ডি ইয়ং অথবা পেদ্রিকে তারা বিক্রি করবে কিনা আমি জানি না। তবে তারা জানে যে খেলোয়াড় বিক্রি করা ছাড়া তারা নতুন খেলোয়াড় দলে টানতে পারবে না। আজকে পর্যন্ত তাদের পক্ষে লেভানডভস্কিকে দলে ভেড়ানো সম্ভব না।

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন