খেলাধুলা

ভারতকে হারিয়ে সাফ ফুটবলের ফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব ১৯ নারী চ্যাম্পিয়ানশিপে ভারতকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় গোলশূন্য ড্র ছিল। অতিরিক্ত সময়ের প্রথম মিনিটেই কেঁপে উঠে কমলাপুর স্টেডিয়ামের গ্যালারি। ফাইনাল নিশ্চিত হয় বাংলাদেশের।

রোববার (৪ ফেব্রুয়ারি) ঢাকার কমলাপুর বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে  মুখোমুখি হয় দুই দল।

বাংলাদেশি ফুটবলার সাগরিকার দেয়া একমাত্র গোলে ভারতকে হারায় বাঘিনীরা।

চার দলের টুর্নামেন্ট চার দলই দুটি করে ম্যাচ খেলেছে। দুই ম্যাচ শেষে বাংলাদেশ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে। শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে হারলেও সমস্যা নেই বাংলাদেশের।

নেপাল ও ভারতের মধ্যকার ম্যাচের জয়ী দল হবে ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ।

বাংলাদেশের আজকের জয়ে টুর্নামেন্ট থেকে বিদায় হয়েছে ভুটানের।

এ সম্পর্কিত আরও পড়ুন