আর্কাইভ থেকে বাংলাদেশ

ফের যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলা, নিহত ৪

যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যের একটি হাসপাতালে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে চারজন মারা গেছেন। এ ঘটনায় অনেক মানুষ আহত হয়েছেন।

স্থানীয় সময় বুধবার (১ জুন) বিকেলে ওকলাহোমা রাজ্যের তুলসা শহরে এ ঘটনা ঘটে। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি দেয়া প্রতিবেদন থেকে এ তথ্য নিশ্চিত জানা যায়। 

সন্দেহভাজন বন্দুকধারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

বুধবার এক সংবাদ সম্মেলনে ডেপুটি পুলিশ প্রধান এরিক ডালগ্লিশ বলেন, এই মুহূর্তে আমাদের কাছে তথ্য, চারজন বেসামরিক নাগরিক মারা গেছে এবং একজন বন্দুকধারী মারা গেছে।

তিনি বলেন, বন্দুকধারীর পরিচয় এখনও পাওয়া যায়নি। বন্দুকধারী আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। সন্দেহভাজন ব্যক্তির কাছে সে সময় একটি লং গান (বন্দুক) এবং একটি হ্যান্ড গান (বন্দুক) ছিল।
হামলার সম্ভাব্য কারণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে তুলসার হামলার বিষয়ে অবহিত করা হয়েছে বলে হোয়াইট হাউসের কর্মকর্তারা এক বিবৃতিতেও বলেছেন।

গেলো (৩১ মে) শনিবার দেশটির প্রেসিডেন্ট টেক্সাসের একটি স্কুলে ১৯ শিশু এবং দুই শিক্ষককে হত্যার ঘটনার পর অবাধে বন্দুক সহিংসতা প্রতিরোধের আহ্বান জানান ।

এ সম্পর্কিত আরও পড়ুন