আর্কাইভ থেকে বাংলাদেশ

আইডিআরএ চেয়ারম্যানের ব্যাংক হিসাব জব্দের আবেদন

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেনের ব্যাংক হিসাব জব্দ ও বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২ জুন) বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চে এ আবেদন করে দুদক। এ বিষয়ে শুনানি আগামী রোববার (৫ জুন)।

গেলো ১ জুন এক চিঠিতে মোশাররফ হোসেনকে ২১ কর্ম দিবসের মধ্যে স্থাবর ও অস্থাবর সকল সম্পদের হিসাব দিতে বলা হয়। দুদকের বিশেষ অনুসন্ধান তদন্ত-২ এর পরিচালক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত সম্পদ বিবরণী দাখিলের নোটিশটি বুধবার মোশাররফ হোসেনকে পাঠানো হয়।

সম্প্রতি এক প্রতিবেদনে আইডিআরএর চেয়ারম্যান মোশাররফ হোসেনের বিরুদ্ধে ৪০ কোটি টাকার বেশি দুর্নীতির প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট—বিএফআইইউ। এরই মধ্যে সেই প্রতিবেদন উচ্চ আদালতে জমা দিয়েছে সংস্থাটি।

দুদকের নোটিশে বলা হয়, ‘প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করে দুর্নীতি দমন কমিশনের স্থির বিশ্বাস জন্মেছে যে, আপনি (মোশাররফ) জ্ঞাত আয়ের বহির্ভূত স্বনামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদ-সম্পত্তির মালিক হয়েছেন।’

এ সম্পর্কিত আরও পড়ুন