আর্কাইভ থেকে বাংলাদেশ

শাহজালালে পাচারকালে ২ যাত্রী থেকে ২ লাখ ৩০ হাজার ডলার জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই লাখ ৩০ হাজার ৫শ মার্কিন ডলারসহ দুই জনকে গ্রেপ্তার করেছেন ঢাকা কাস্টমস হাউজের কর্মকর্তারা।

গ্রেপ্তাররা হলেন- বাংলাদেশি নাগরিক মাহমুদা ফিরোজ ও তুর্কি নাগরিক মেহমেত রেমজি। এ ঘটনায় ডিএমপির বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে।

ঘোষণা ছাড়াই তারা বিপুল পরিমাণ ডলার নিয়ে যাচ্ছিলেন।

এর মধ্যে মাহমুদা ফিরোজ নামে এক বাংলাদেশি নারীর কাছ থেকে ৩০ হাজার ৫০০ ডলার এবং মেহমাত রেজমি নামে এক তুর্কি নাগরিকের কাছ থেকে দুই লাখ ডলার উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টমস হাউজ জানায়, মাহমুদা ফিরোজ বুধবার সন্ধ্যায় ৩০ হাজার ৫০০ ডলার নিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছিলেন। তার দুই ছেলে-মেয়ে থাকেন যুক্তরাষ্ট্রে। তিনি ডলার নিয়ে তাদের কাছেই যাচ্ছিলেন।

অপরদিকে, রাত সাড়ে ৯টার দিকে ১০ নম্বর বোর্ডিং গেইট থেকে আটক করা হয় তুরস্কের নাগরিক মেহমাত রেজমিকে।

বাংলাদেশ থেকে একজন যাত্রী বিদেশে যাওয়ার সময় ১০ হাজার মার্কিন ডলার বা সমমূল্যের বিদেশি মুদ্রা সঙ্গে রাখতে পারেন। এর বেশি অর্থ সঙ্গে থাকলে শুল্ক কর্তৃপক্ষের কাছে এফএমজে ফরমে ঘোষণা দিতে হয়। 

এ সম্পর্কিত আরও পড়ুন