আন্তর্জাতিক

ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ২০

ছবি: সংগৃহীত

ইউক্রেনের দক্ষিণ খেরসন অঞ্চলের রাশিয়া-নিয়ন্ত্রিত একটি অংশে ইউক্রেনীয় ড্রোন হামলায় ২০ জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে মস্কো-নিযুক্ত গভর্নর ও রুশ কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) মার্কিন বার্তা সংস্থা এবিসি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রাশিয়া-অধিকৃত খেরসন অঞ্চলের গভর্নর ভাদিমির সালদো টেলিগ্রামে বলেন, খোরলি এলাকায় কৃষ্ণসাগর উপকূলে একটি ক্যাফে ও একটি হোটেলে তিনটি ইউএভি(ড্রোন) আঘাত হানে। প্রাথমিক তথ্যে জানা গেছে, ৫০ জনের বেশি মানুষ আহত এবং ২৪ জন নিহত হয়েছে

রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, হামলার ঘটনায় তারা তদন্ত শুরু করেছে। সংস্থাটি বলছে, ওই হামলায় ২০ জনের বেশি মানুষ নিহত এবং আরও অনেকেই আহত হয়েছে

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন