ইউক্রেনে রুশ ড্রোন হামলায় ৪ জন নিহত
ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে রাশিয়ার ড্রোন হামলায় চারজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) খারকিভের মেয়র ইহোর তেরেখোভ জানান, একটি দূরপাল্লার রুশ ড্রোন এক শিশু চিকিৎসা প্রতিষ্ঠানে আঘাত হানলে সেখানে আগুন ধরে যায়।
ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘ইউক্রেনেগো’ জানিয়েছে, রাশিয়ার রাতভর হামলায় শহরটির অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানী কিয়েভে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো জানিয়েছেন, রাজধানীতেও তীব্র হামলা হয়েছে।
ইউক্রেন পর্যবেক্ষণকারী টেলিগ্রাম চ্যানেলগুলো জানিয়েছে, এক ঘণ্টার মধ্যে ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়ানরা।
এসএইচ//