ঢাকা-বরিশাল মহাসড়কে কাভার্ডভ্যান চাপায় নারীসহ ৩ জন নিহত
মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে একটি কাভার্ডভ্যানের চাপায় ৩ ভ্যান যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। নিহতরা হলেন তাসলিমা বেগম (৩৫),কোহিনুর বেগম (৪৫) ও নয়ন হাওলাদার।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের জেলার মস্তফাপুর ইউনিয়নের তাতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ব্যাটারিচালিত ভ্যানযোগে হতাহতরা মস্তফাপুর থেকে ভাঙ্গা ব্রিজ এলাকায় এসময় তাদের সঙ্গে এক শিশুও ছিল। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের তাতিবাড়ি এলাকায় আসলে পেছন থেকে আসা বরিশালগামী বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যান তাদের বহনকারী ভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়।
এতে ভ্যানিটি গুড়িয়ে যায় এবং ঘটনাস্থালেই কোহিনুর ও নয়ন নিহত হয়। এসময় তাসলিমা ও রনিকে আশঙ্কাজনক অবস্থায় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাসলিমাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অক্ষত অবস্থায় তাদের সঙ্গে থাকা শিশুটিকে উদ্ধার করে স্থানীয়রা।
এ ঘটনায় তাতিবাড়ি এলাকার ঘটনাস্থলে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে নিহতের স্বজন ও স্থানীয়রা। এতে প্রায় দুই ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। একপর্যায়ে মাদারীপুর ফায়ার সার্ভিস, হাইওয়ে ও থানা পুলিশের প্রচেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
আই/এ