নিজ বাসভবনে জামায়াতের নেতাকে হত্যা
রাজধানীর পশ্চিম রাজাবাজার এলাকায় নিজ বাসভবনে গ্রীল কেটে বাসায় ঢুকে এক জামায়াত নেতাকে হত্যা করা হয়েছে। নিহত আনোয়ার উল্লাহ (৬৫) শেরে বাংলা নগর দক্ষিণ থানার জামায়াতে ইসলামীর একজন রোকন। পেশায় তিনি একজন হোমিওপ্যাথি চিকিৎসক ও শিক্ষক ছিলেন।
সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ২টা থেকে ভোর ৫টার মধ্যে পশ্চিম রাজাবাজারে এ ঘটনা ঘটে। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতে ঘরের গ্রিল কেটে একদল চোর প্রবেশ করে। এ সময় ঘুমিয়ে ছিলেন আনোয়ার উল্লাহ ও তার স্ত্রী। তাদের দুজনের হাত-পা ও মুখ বেঁধে চোর চক্র ঘর থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়।
নিহতের জামাতা মো. শামসুদ্দোহা জানান, আজ মঙ্গলবার রাত ২টার দিকে দুইজন মুখোশধারী গ্রিল কেটে ঘরে ঢুকে আনোয়ার উল্লাহর দুই হাত বেঁধে নির্যাতন করে। ভোর ৫টার দিকে তার শাশুড়ি কল করে এ ঘটনা জানান। তিনি সঙ্গে সঙ্গে বাসায় গিয়ে তাকে অচেতন অবস্থায় পান। তার গলায় ওড়না প্যাঁচানো ছিল।
তিনি জানান, দুর্বৃত্তরা বাসা থেকে নগদ ৫ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণ নিয়ে গেছে।
পুলিশের তেজগাঁও জোনের সহকারী কমিশনার আক্কাস আলী জানান, সিসিটিভি ফুটেজে দুই ব্যক্তিকে ওই বাসায় প্রবেশ করতে দেখা গেছে। পুলিশের ধারণা, তারাই আনোয়ার উল্লাহকে হত্যা করে মূল্যবান জিনিসপত্র লুট করেছে।
আনোয়ার উল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী।
আই/এ