গণভোটে ‘হ্যা’ এবং ‘না’ নিয়ে সিদ্ধান্ত জানালো বিএনপি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেছেন, আমরা সবার আগে সংস্কার চেয়েছি। গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়াই বিএনপির সিদ্ধান্ত। আমরা নারী প্রতিনিধিত্বের কথা বললেও অনেক দল, যেমন— জামায়াত একটি আসনেও নারীকে মনোনয়ন দেয়নি। সেখানে বিএনপি প্রকৃতপক্ষে নারী ক্ষমতায়নে বিশ্বাসী।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, বিদেশে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে, তাতে উদ্দেশ্যমূলকভাবে কয়েকটি রাজনৈতিক দলের নাম এবং প্রতীক প্রথম লাইনে দেয়া হয়েছে। অথচ বিএনপির নাম এবং প্রতীক ঠিক মাঝখানে দেয়া হয়েছে। ফলে কাগজটা ভাঁজ করলে যা কখনো নজরেই পড়বে না কারও।
তিনি বলেন, ‘আমরা এই নিয়ে সিইসির সঙ্গে কথা বলেছি। তাদের কথায় মনে হয়েছে, তারা বিষয়টি ঠিক ওইভাবে খেয়াল করেনি। এলফাবেট ঠিক রয়েছে কি না সেটাই তাদের কাছে বিবেচনার বিষয় ছিল। কিন্তু ব্যাপারটা ইচ্ছাকৃতভাবেই করা হয়েছে। এটি পরিবর্তনের অনুরোধ জানয়েছি। সেইসঙ্গে দেশের মধ্যে এই ধরনের পোস্টাল ব্যালট সংশোধনের করতে বলেছি।’
তিনি আরও অভিযোগ করেন, ‘বাহরাইনে একটি বিশেষ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অনেকগুলো পোস্টাল ব্যালট পেপার হ্যান্ডেল করছে। যেটার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। নির্বাচন কমিশন বলেছে, বিষয়টি তাদের নজেরে এসেছে। বাইরাইনের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করলে তারা জানিয়েছে অধিকতর তদন্তের পর প্রতিবেদন দেবে এবং ব্যবস্থা গ্রহণ করবে।’
নজরুল ইসলাম খান অভিযোগ করেন , ‘একটি দল ভোটারদের আইডি কার্ড ও নম্বর সংগ্রহ করছে বলে জেনেছি। এটা ভুয়া ভোটার সংগ্রহ ও আর্থিক লেনদেনের জন্যই করছে। নির্বাচন কমিশনকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলেছি। সবার জন্য যেন লেভেল প্লেয়িং ফিল্ড থাকে, সেই ব্যবস্থা করতে হবে কমিশনকে।’
এ বিএনপি নেতা বলেন, তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর কোনো রাজনৈতিক ছিল না। কিন্তু নির্বাচন কমিশনের অনুরোধে তাও বাতিল করা হয়েছে। তারেক রহমান বের হলে জনসমাগম হয় তাই তিনি কোথাও যাচ্ছেন না। কিন্তু অনেক দলের প্রার্থীরা জনসমাগম করছে, ভোট চাচ্ছে এমনকি বিভিন্ন দলের শীর্ষ নেতারাও নির্বাচনী আচরণ ভাঙছে। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার আহ্বান করা হয়েছে।
আই/এ