আন্তর্জাতিক

জান্তা সরকারের নির্বাচন বর্জনের আহ্বান কাচিন নেতার

মিয়ানমার জান্তা সরকার নির্বাচন বর্জনের জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাধীনতাকামী কাচিন সংস্থার (কেআইও) চেয়ারম্যান জেনারেল ন’বান লা।

গেলো সোমবার (৫ ফেব্রুয়ারি) ৬৩তম কাচিন স্বাধীনতা বিপ্লব দিবস উপলক্ষে দেয়া এক ভাষণে এ কথা বলেন এ কাচিন নেতা। বিষয়টি এক প্রতিবেদনে নিশ্চিত করেছে মিয়ানমারের গনমাধ্যম দ্যা ইরাবতী।

কাচিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন মিয়ানমারের জান্তার বিরুদ্ধে কাচিন এবং শান রাজ্যে তাদের লড়াই অব্যহত রেখেছে।

কাচিন নেতা বলেন, মিয়ানমারের শাসক দীর্ঘসময় ধরে তার ক্ষমতা ধরে রাখার জন্য একটি নির্বাচন আয়োজনের চেষ্টা করছে।

প্রতিবেদনে বলা হয়, মিয়ানমার জুড়ে চলা চলমান সংঘাতের মধ্যেও জান্তা প্রধান মিন অং হ্লাং বিভিন্ন সময়ে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন।

ন'বান লা আরও বলেন, জান্তা সরকার বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে বিভেদ সৃষ্টির জন্য জোরপূর্বক মিলিশিয়া নিয়োগ করছে। একই সাথে এ নেতা বেসামরিক জনগণকে জান্তার হয়ে লড়াইয়ে সামিল না হওয়ার জন্য আহ্বান জানান।

ইরাবতী জানায়, গেলো বছর কেআইও শাসক গোষ্ঠীর উপর সর্বাত্মক আক্রমণের আহ্বান জানিয়েছিলো।

একই সাথে এ  কাচিন নেতা , মিয়ানমারে শাসকগোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করা সবগুলো বিদ্রোহী সংগঠনকে স্বাধীন হওয়া অঞ্চলগুলোর স্থিতিশীলতা বজায় রাখতে সংলাপে বসার আহ্বান জানিয়েছিলেন।

২০২১ সালে সংগঠিত সামরিক ক্যু এর পরে কেআইও জান্তা সরকারের হাত থেকে পালিয়ে যাওয়া রাজনৈতিক নেতা ও কর্মীদের আশ্রয় দিয়েছিল।

 

এ সম্পর্কিত আরও পড়ুন