আর্কাইভ থেকে বাংলাদেশ

ফের টেস্ট অধিনায়ক হলেন সাকিব

বাংলাদেশ দলের নতুন টেস্ট অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। সহঅধিনায়ক লিটন কুমার দাস। এর আগেও দুইবার টেস্ট অধিনায়ক ছিলেন সাকিব।

আজ বৃহস্পতিবার (২ জুন) বোর্ডের দ্বিতীয় আনুষ্ঠানিক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হার ও নিজের ব্যাটিং ব্যর্থতার জন্য তোপের মুখে পড়েন মুমিনুল হক। সমালোচনার ঝড়ের মুখেই মঙ্গলবার টেস্ট দলের নেতৃত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত বোর্ডকে জানিয়ে দেন।

মুমিনের পদত্যাগের পরই যেখানে সবচেয়ে বেশি শোনা যাচ্ছিল সাকিবের নাম। তাকেই দায়িত্ব দিয়েছে বিসিবি। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই তৃতীয় মেয়াদে টেস্ট অধিনায়কত্ব করতে যাচ্ছেন টাইগার অলরাউন্ডার।

২০১৯ সালে সাকিব নিষেধাজ্ঞায় পড়াতে হুট করেই টেস্ট অধিনায়কত্ব পান মুমিনুল হক।

এর আগে সাকিব ২০০৯ সালে মাশরাফি বিন মর্তুজা চোটে পড়ায় প্রথমবার টেস্ট অধিনায়কত্ব পান। এরপর ২০১৮ সালে মুশফিকুর রহিমের স্থলাভিষিক্ত হন টাইগার অলরাউন্ডার। সব মিলিয়ে আগের দুই মেয়াদে ১৪ টেস্টে ১১ হারের বিপিরীতে ৩ জয় সাকিবের।

তৃতীয় মেয়াদে সাকিব বাংলাদেশ টেস্ট দলকে কতটা সাফল্য এনে দিতে পারেন, সেটিই এখন দেখার অপেক্ষা।

এ সম্পর্কিত আরও পড়ুন