অন্যান্য

বইমেলায় সুজন সুপান্থর ‘নীল সার্কাসের ঘোড়া’

অমর একুশে গ্রন্থমেলা-২০১৪ এ প্রকাশিত হয়েছে সুজন সুপান্থ’র মুক্তগদ্যের বই ‘নীল সার্কাসের ঘোড়া’। বইটি প্রকাশ করেছে স্বপ্ন’৭১ প্রকাশন। বইমেলায় উদ্বোধনের দিন থেকেই বইটি স্বপ্ন’৭১–এর স্টলে পাওয়া যাচ্ছে। বইমেলায় স্টল নম্বর ১৯০। একই স্টলে পাওয়া যাচ্ছে লেখকের আরেকটি মুক্তগদ্যের বই ‘মেঘের ভেতর মীন’।

বইটির প্রচ্ছদ করেছেন মাহফুজ রহমান। বইটির মূল্য রাখা হয়েছে ১৬০ টাকা। ২৫ শতাংশ কমিশনে ১৫০ টাকায় ‘নীল সার্কাসের ঘোড়া’ পাওয়া যাচ্ছে।

এর আগে ২০২০ সালে ‘মেঘের ভেতর মীন’ নামে সুজন সুপান্থ’র প্রথম মুক্তগদ্যের বই প্রকাশ হয়। ২০১৩ সালে তার প্রথম কবিতার বই ‘বুকের ভেতর বাবুই–বাসা’; ২০১৪ সালে ‘পাখিদের রাশিফল’ও ২০১৮ সালে ‘বিষণ্ণ জোকারের হাসি’ নামে তিনটি বই প্রকাশ হয়।

‘নীল সার্কাসের ঘোড়া’ বইটি নিয়ে সুজন সুপান্থ বলেন, ‘নীল সার্কাসের ঘোড়া’ পাঠককে হারিয়ে ফেলা সময়ের কাছে ফিরিয়ে নিয়ে যাবে। কথার সেতু পেরিয়ে সেখানে পৌঁছানো পর্যন্ত দেখা যাবে, পথে কোনো জল–আলো–হাওয়া নেই। অথচ পথ পেরোলেই দেখা যাবে, সেই জীবন কী ভীষণ অমিতাভ হয়ে আছে।’

সুজন সুপান্থ আরও বলেন, ‘জবা ফুলের আয়ু নিয়ে নিজেকে খুঁজতে চাওয়া বয়স এমনিতেই স্ক্রল করে করে কিছুই না–দেখা জীবনকে পেরিয়ে যাচ্ছে দ্রুত। পেরিয়ে যাচ্ছে সমূহ প্রেম–ভালোবাসা–মোহ–মায়া ও বিচ্ছেদ। এর আগেই নীল সার্কাসের ভেতর ঢুকে গদ্যলেনে হাঁটুন, দেখুন কীভাবে ফুটে ওঠে সার্কাসমুখরিত আলো; কীভাবে হৃদয়ে জমে মেঘদল, জমে অন্নজল...।’

এ সম্পর্কিত আরও পড়ুন