টুকিটাকি

থানায় বসে বৌ-শ্বশুরের মালাবদল!

প্রেম শ্বাশত ও চিরন্তন। স্বর্গীয় এক অনুভূতির নাম হল প্রেম। বয়সের বাঁধন মানে না কোনও প্রম, মানে না কোনও সম্পর্কের বেড়াজাল- এমনটাই প্রমাণ করলেন ভারতের বিহারের গোপালগঞ্জ জেলার শ্বশুর-বৌমার জুটি। তাদের প্রেমকাহিনি এখন গোপালগঞ্জের লোকেদের মুখে মুখে ঘুরছে।

রোববার (০৪ ফেব্রুয়ারি) গোপালগঞ্জের ভোরে থানার বাইরে শুরু হয়েছিল হইচই। শ্বশুর-বৌমার বিয়ে হতে দিতে নারাজ তাদের পরিবারের সদস্যরা। প্রতিবেশীরাও ভিড় জমিয়েছিলেন থানার সামনে। ছ’মাস আগে মৃত্যু হয়েছিল মহিলার স্বামীর। তার কিছু দিন পরেই চাচাশ্বশুরের প্রেমে পড়েন চার সন্তানের মা সেই মহিলা। তাদের সম্পর্কের বাঁধন এতটাই পোক্ত হয়ে ওঠে যে, একে অপরকে বিয়ে করার সিদ্ধান্ত নেন দু’জনে। তবে দুজনের পরিবারের সদস্যদের সম্মতি ছিল না সেই বিয়েতে।

চাচাশ্বশুর আর বৌমার বিয়ের দিনেই নানা রকম ঝামেলা শুরু করে দেন পরিবারের সদস্যরা। মহিলার উপর শুরু হয় নির্যাতন। পরিবারের সদস্যদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন শ্বশুর-বৌমা। থানার বাইরে জমে যায় ভিড়। শ্বশুর আর বৌমা সমস্ত বিষয়টি থানার বড়বাবুর সামনে খুলে বলেন। থানায় বড়বাবুর উপস্থিতিতেই বিয়ে করার সিদ্ধান্ত নেন দু’জনে। মন্দিরে নয়, থানাতেই বসে বিয়ে আসর। হয় মালাবদল, সিঁদুরদান।

এ সম্পর্কিত আরও পড়ুন