মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগের আয় আড়াই কোটি
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিনে আওয়ামী লীগ ফরম বিক্রি করেছে মোট ৫২২টি। এতে দলটির আয় হয়েছে দুই কোটি ৬১ লাখ টাকা। এদিন ঢাকা বিভাগে ১৬৭টি, খুলনায় ৬৮টি, রাজশাহীতে ৪৪টি, চট্টগ্রামে ৭৮টি, ময়মনসিংহে ৪৭টি, সিলেটে ২২টি, বরিশালে ৩৬টি ও রংপুরে ৬০টি ফরম বিক্রি হয়েছে।
বুধবার (৭ ফেব্রুয়ারি) ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বিতীয় দিনে মনোনয়ন ফরম বিক্রি শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে এ তথ্য জানান দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
এর আগে, গতকাল ৮১০ টি ফরম বিক্রি হয়। দুই দিনে মোট মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ১৩৩২ টি।
ব্যারিস্টার বিপ্লব জানান, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ১৮ ফেব্রুয়ারি। আগামী বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে সংসদীয় বোর্ডের সভা আহ্বান করেছেন। সে সভায় বাংলাদেশ আওয়ামী লীগ দ্বাদশ সংসদীয় আসনে যাদের মনোনয়ন প্রদান করবে সে সিদ্ধান্ত গ্রহণ করবে।
এএম/