আর্কাইভ থেকে বাংলাদেশ

মোহামেডান ক্লাবে আগুন!

বড় দুর্ঘটনা থেকে বাঁচলো দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং। বৃহস্পতিবার  (০২ জুন) রাত সাড়ে ১১টায় রাজধানীর মতিঝিলে এনএসসি ব্যাংকের সামনে আগুন লাগে। 

বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে আগুনের সূত্রপাত। আগুনের লেলিহান শিখা মোহামেডান স্পোর্টিং ক্লাবেও প্রায় ছড়িয়ে যাচ্ছিলো। তবে দমকল বাহিনী এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলে সে যাত্রায় বেঁচে যায় ক্লাবটি।

ক্লাবের স্টাফ মোহাম্মদ মোহন বলেন, ‘আল্লাহর রহমত ও সবার দোয়ায় ক্লাবটি বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে। আর পাঁচ মিনিট আগুন থাকলে ক্লাবের অনেক অংশ পুড়ে যেত।’

ক্লাবের পরিচালক জামাল রানা বলেন, ‘মোহামেডান ক্লাবের ওপর আল্লাহর রহমত আছে, না হলে আরও বড় বিপদ হতে পারত।’

জানা যায়,আগুন লাগার সময় মোহামেডানের অধিনায়ক সুলেমান দিয়াবাতে ক্লাবে একটি কক্ষে ঘুমাচ্ছিলেন।  সুলেমানের কক্ষটি ছিলো আগুন লাগা বৈদ্যুতিক খুঁটির সঙ্গেই।  ফলে আগুন লাগার পর খুব কম সময়ের মধ্যে তা সুলেমানের ঘরের ছাউনি স্পর্শ করে।  এরই মধ্যে ক্লাবের স্টাফরা তাকে ডেকে তোলেন।  তিনি ঘুম থেকে উঠে পাসপোর্ট নিয়ে কোনোমতে রুম ত্যাগ করেন।

ক্লাবের ভেতরে পর্যবেক্ষণ করে ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় মোহামেডান ক্লাব বড় ধ্বংসের হাত থেকে মুক্তি পেয়েছে।

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন