রাজনীতি

বিদেশিদের ওপর নির্ভর করে ক্ষমতায় টিকে থাকা যাবে না : রিজভী

জনগণ নয়, বিদেশিদের ওপর নির্ভর করে ক্ষমতাসীনরা। এসব করে বেশি দিন টিকে থাকা যাবে না। সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে বান্দরবানে সীমান্ত অরক্ষিত হয়ে পড়েছে। মানুষের জীবন হুমকির মুখে, ভূমি অরক্ষিত হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, দিল্লীর কৃপায় আওয়ামী লীগ ক্ষমতায় টিকে আছে। কথায় কথায় ভারত সীমান্তে গুলি করে বাংলাদেশের মানুষকে হত্যা করে। বিএনপি সরকারের সময় সীমান্ত নিরাপদ ছিলো।

তিনি বলেন, আজ সীমান্তে রক্ত ঝড়ছে, সরকার কার্যকরি উদ্যোগ নিতে পারছে না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের কেউ নিরাপদ নয়।

তিনি আরও বলেন, 'প্রধানমন্ত্রীর শান্তির বাণী এখন দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছে। আমাদের সীমান্তরক্ষী বাহিনী প্রতিদিনই পিছু হটছে আর তাতে বাংলাদেশের মানুষ বিপদের সম্মুখীন হচ্ছে।

প্রসঙ্গত, গেলো কয়েকদিন ধরে আরাকান আর্মীর সঙ্গে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) সাথে চলা সংঘর্ষের প্রভাব এসে পড়ছে বাংলাদেশ। এতে এখন পর্যন্ত এক বাংলাদেশি নারী ও এক রোহিঙ্গা নিহত হয়েছেন। তিন শতাধিক বিজিপি সদস্য বিজিবির কাছে আশ্রয় নিয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন