ফুটবল

ব্রাজিল-আর্জেন্টিনার অস্তিত্বের লড়াই

২০২৪ সালের জুলাইয়ে বসতে যাচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিকের আসর। এই আসরকে সামনে রেখে এই মুহূর্তে চলছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্ব। দুই ধাপের বাছাই পর্ব পেরিয়ে লাতিন আমেরিকা অঞ্চল থেকে মাত্র দু’দলই চূড়ান্ত প্রতিযোগিতা অংশ নিতে পারবে।

বর্তমানে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে প্যারাগুয়ে। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ব্রাজিল, ২ পয়েন্ট নিয়ে তিনে আর্জেন্টিনা। ১ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে ভেনেজুয়েলাও।

রোববার শেষ দিনে প্যারাগুয়ের প্রতিপক্ষ ভেনেজুয়েলা। অন্যম্যাচে খেলবে ব্রাজিল এবং আর্জেন্টিনা। ব্রাজিল জিতলে ৬ পয়েন্ট নিয়ে তাদের অলিম্পিক যাত্রা নিশ্চিত হবে। তাতে অন্যকোন হিসেবের দরকার হবে না। আর্জেন্টিনা জিতলে তারা অলিম্পিকে যাবে ৫ পয়েন্ট নিয়ে। সেক্ষেত্রে বাদ পড়বে ব্রাজিল।

এরআগে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) কনমেবল প্রাক-অলিম্পিক বাছাইয়ের চূড়ান্ত পর্বে প্যারাগুয়ের বিপক্ষে ৩-৩ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা।

অপরদিকে ব্রাজিল ২-১ গোলে জয় পায় ভেনেজুয়েলার সাথে।

¡La tabla de posiciones! A falta de una fecha para el final de la competencia, así están ubicados hasta el momento las selecciones en la Fase Final del #CONMEBOLPreolímpico. 💥😱

A tabela de classificação! Restando apenas uma rodada para o fim do torneio, assim estão… pic.twitter.com/YZMUbNN1Tz

— CONMEBOL.com (@CONMEBOL) February 9, 2024

এ সম্পর্কিত আরও পড়ুন