এশিয়া

সন্তান জন্ম দিলেই কাড়ি কাড়ি অর্থ পুরষ্কার!

কোনো কর্মীর সন্তান হলেই সংশ্লিষ্ট কোম্পানির পক্ষ থেকে ওই কর্মীকে ৭৫ হাজার মার্কিন ডলার পুরষ্কার দেওয়া হবে। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ ৮২ লাখ টাকার বেশি।  জনসংখ্যার হার বাড়াতেই এই বিশেষ ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়ার একটি কোম্পানি।

মার্কিন গণমাধ্যম সিএনএন এর প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কোরিয়ার আবাসন  নির্মাণ সংস্থা বুইয়ং গ্রুপ এই ঘোষণা দিয়েছে। বর্তমানে দক্ষিণ কোরিয়ার জন্মহার নিম্নগামী পরিস্থিতি মোকাবিলার জন্যই বিশেষ অফার নিয়ে এসেছে এই সংস্থাটি।

এক বিবৃতিতে সংস্থাটির এক মুখপাত্র বলেছেন, কোম্পানির কোন কর্মীর সন্তান হলেই কোম্পানির পক্ষ থেকে সেই কর্মীকে ৭৫ হাজার মার্কিন ডলার দেওয়া হবে। এই সুবিধাটি পুরুষ এবং নারী উভয়ের জন্য প্রযোজ্য। এছাড়া যে কর্মীরা ৩টি সন্তান নেবেন, তাদের নগদ ২ লাখ ২৫ হাজার মার্কিন ডলার বা থাকার জন্য আবাসন দেওয়ার কথাও ঘোষণা করেছে ওই কোম্পানিটি।

বুইয়ং গ্রুপের চেয়ারম্যান লি জুং কিউন এর বরাত দিয়ে সিএনএন এর প্রতিবেদনে বলা হয়,  সন্তান নেওয়ার বিষয়টি অনেকাংশে আর্থিক সঙ্গতির ওপর নির্ভর করে। দেশে যেভাবে জন্মহার কমছে, এটা চলতে থাকলে দেশে আর্থ-সামাজিক সংকট তৈরি হবে। তাই সংস্থার কর্মীদের সন্তান নেওয়ার ব্যাপারে উৎসাহ দিতেই বিশেষ বোনাস দেওয়ার ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়ার বুইয়ং গ্রুপ।

প্রসঙ্গত, বর্তমানে বিশ্বের দেশগুলোর মধ্যে জন্ম হারের তালিকার সবচেয়ে নীচে রয়েছে দক্ষিণ কোরিয়া। ২০২২ সালে দেশটিতে জন্ম হার ছিল ০.৭৮। ২০২৫ সালে এটি আরও কমে যাবে বলে আশঙ্কা করছে দেশটির সরকার।

এ সম্পর্কিত আরও পড়ুন