আইন-বিচার

শ্রম আপিল ট্রাইব্যুনালে পৌছালো ড. ইউনূসের নথি

শ্রম আইন লঙ্ঘনের মামলায় আদালতের রায়ের বিরুদ্ধে শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং গ্রামীণ টেলিকমের অন্য তিন শীর্ষ কর্মকর্তার আবেদন করা নথি  আপিল ট্রাইব্যুনালে পৌঁছেছে।

রোববার (১১ ফেব্রুয়ারি) বিচারের জন্য এই নথি শ্রম ট্রাইব্যুনালে পৌঁছায়।

গেলো ১ জানুয়ারি ঢাকার তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান শেখ মেরিনা সুলতানা এক মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. ইউনূস এবং এর পরিচালক আশরাফুল হাসান, নুরজাহান বেগম ও এম শাহজাহানকে ছয় মাসের কারাদণ্ড দেন। গত ১ জানুয়ারি রায়ের পরপরই পৃথক জামিন আবেদনের প্রেক্ষিতে আদালত চারজনকেই এক মাসের জামিন দেন।

২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে মামলাটি করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগের শ্রম পরিদর্শক (সাধারণ) এসএম আরিফুজ্জামান।

মামলার নথি অনুসারে, আইএফইডি কর্মকর্তারা ২০২১ সালের ১৬ আগস্ট ঢাকার মিরপুরে গ্রামীণ টেলিকমের অফিস পরিদর্শন করে শ্রম আইনের বেশকিছু লঙ্ঘন খুঁজে পান। সেই বছরের ১৯ আগস্ট গ্রামীণ টেলিকম কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়ে বলা হয়, প্রতিষ্ঠানটির ৬৭ কর্মচারীকে স্থায়ী করার কথা ছিল, কিন্তু তা করা হয়নি।

এ ছাড়া, কর্মচারীদের পার্টিসিপেশন ও কল্যাণ তহবিল এখনো গঠন করা হয়নি এবং কোম্পানির যে লভ্যাংশ শ্রমিকদের দেয়ার কথা ছিল তার পাঁচ শতাংশও পরিশোধ করা হয়নি।

এ সম্পর্কিত আরও পড়ুন