‘বয়স ৩০ এর নিচে হলে ব্যাংকের পরিচালক নয়’
ব্যাংকের পরিচালক হতে হলে এখন থেকে সর্বনিম্ন বয়স ৩০ হতে হবে। যেকোনো বয়সের কেউ কোনো ব্যাংকের পরিচালকের চেয়ারে বসতে পারবেন না। একইসাথে থাকতে হবে অভিজ্ঞতা।
রোববার (১১ ফেব্রুয়ারি) ব্যাংক-কোম্পানির পরিচালনা পর্ষদের গঠন বিষয়ে এমনই নীতিমালা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
নীতিমালায় বলা হয়, ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হতে হলে অবশ্যই সংশ্লিষ্ট ব্যক্তির ১০ বছরের ব্যবস্থাপনা বা পেশাগত অভিজ্ঞতাও থাকতে হবে।
এ সংক্রান্ত নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ সকল ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠিয়েছে। একইসঙ্গে পরিচালকদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কিত নীতিমালাও প্রকাশ করেছে।
নতুন এ নীতিমালার আলোকে পরিচালনা পর্ষদের পরিচালক সংখ্যা হবে সর্বোচ্চ ২০ জন এবং স্বতন্ত্র পরিচালক হবে তিনজন। তবে ২০ এর নিচে পরিচালক হলে স্বতন্ত্র পরিচালক দুইজনের বেশি হতে পারবেন না।
একইসঙ্গে কোনো একক পরিবার থেকে তিনজনের বেশি সদস্য ব্যাংকের পরিচালক পদে বসতে পারবেন না।
প্রসঙ্গত, ব্যাংকে সুশাসন নিশ্চিত করতে এ নীতিমালা প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।