আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে চীন বিরোধী চুক্তি হলেই পাল্টা ব্যবস্থা, বেইজিংয়ের হুঁশিয়ারি

চীনের স্বার্থ ক্ষুণ্ন করে কোনো দেশ যুক্তরাষ্ট্রের  সঙ্গে বাণিজ্য চুক্তি করলে দেশটির বিরুদ্ধে শক্তভাবে পালটা ব্যবস্থা গ্রহণ করা হবে। এমনই হুঁশিয়ারি দিয়েছে চীন। 

সোমবার (২১ এপ্রিল) ইসরাইলি সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইসরাইলের এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে। 

চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়,  চীন তার বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ এবং সক্ষম। একই সঙ্গে সব অংশীদারের সঙ্গে সংহতি জোরদারে চীন আগ্রহী।

তবে যদি কোনো দেশ চীনের স্বার্থের ক্ষতি করে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে যায়, তাহলে তীব্র বিরোধিতার পাশাপাশি বেইজিং শক্তভাবে ও পালটা ব্যবস্থা গ্রহণ করবে।

চীনের এই হুঁশিয়ারি এমন সময়ে এসেছে যখন ব্লুমবার্গসহ একাধিক মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্র থেকে শুল্ক ছাড় পেতে আগ্রহী দেশগুলোর ওপর চাপ দিচ্ছে যেন তারা চীনের সঙ্গে বাণিজ্য কমায়।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন