আন্তর্জাতিক

বাণিজ্যযুদ্ধের প্রভাব স্বর্ণে, দামে নতুন রেকর্ড

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্যযুদ্ধের ফলে বৈশ্বিক বাজারে ফের বেড়েছে সোনার দাম। সোমবার (২১ এপ্রিল) রেকর্ড দামে বিক্রি হচ্ছে ধাতবটি। একইসঙ্গে সোনার দাম বাড়াচ্ছে ক্রমশ মান কমতে থাকা মার্কিন ডলার।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন বলছে, গ্রিনিচ মান অনুযায়ী সময় ০২৪৬-তে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম এক দশমিক সাত শতাংশ বেড়ে তিন হাজার ৩৮৩ দশমিক আট সাত ডলারে বিক্রি হয়েছে।

একই সময়ে যুক্তরাষ্ট্রে প্রতি আউন্স সোনার দুই শতাংশ বেড়ে বিক্রি হচ্ছিল তিন হাজার ৩৯৬ দশমিক এক শুন্য ডলারে।

রয়টার্স বলছে, সবশেষ তিন বছরের মধ্যে ডলারের সূচক সর্বনিম্ন পর্যায়ে আছে। এ কারণে বিনিয়োগকারীরা স্বর্ণের প্রতি আগ্রহী হচ্ছেন।

উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্র ১০ শতাংশ শুল্ক আরোপ করলেও চীনের অনেক পণ্য ১৪৫ শতাংশ পর্যন্ত শুল্কে আরোপ করেন যুক্তরাষ্ট্র। জবাবে চীনও মার্কিন পণ্যের ওপর ১২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে।

এরপরই পড়তে থাকে মার্কিন শেয়ারবাজারের সূচক। সাথে পতন হতে থাকে মার্কিন ডলারের দর।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন