ইসলাম

মসজিদুল হারাম বিশ্বের সবচেয়ে মূল্যবান স্থাপনা

পবিত্র কাবা শরীফকে ঘিরে মক্কায় গড়ে উঠেছে ইসলাম ধর্মের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্থান মসজিদুল হারাম। হজ ও ওমরার পালনে এই মসজিদেই মিলিত হন সারা বিশ্বের মুসলিমরা। বিশ্বের কোটি কোটি মুসলিমদের বিশ্বাস, এই মসজিদে একবার নামাজ আদায়ের মর্যাদা অন্যান্য যেকোনো জায়গার তুলনায় বহু গুণ বেশি।

মসজিদটি প্রায় ৩ লাখ ৫৬ হাজার ৮০০ বর্গমিটার (৮৮.২ একর) এলাকা জুড়ে বিস্তৃত, যেখানে ভেতরের ও বাইরের অংশ মিলিয়ে একসঙ্গে প্রায় ৪০ লাখ মানুষ নামাজ আদায় করতে পারেন। সুউচ্চ ৯টি মিনার এবং ৮১টি সবসময় খোলা থাকা দরজাসহ মসজিদটির স্থাপত্যশৈলী যে কাউকে মুগ্ধ করে। 

ব্রিটেনের খ্যাতনামা সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানায়, মসজিদুল হারাম এখন বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল স্থাপনা হিসেবে স্বীকৃত। তারা প্রকাশিত তালিকায় এটিকে প্রথম স্থানে রেখেছে।

এর আগে, ২০১৬ সালে ব্রিটিশ রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ‘হোমস অ্যান্ড প্রোপার্টি’ একইভাবে মসজিদুল হারামকে বিশ্বের শীর্ষ মূল্যবান ভবন হিসেবে চিহ্নিত করেছিল। তাদের হিসাব অনুযায়ী, এর নির্মাণ ব্যয় ছিল আনুমানিক ৭৫ বিলিয়ন ইউরো বা প্রায় ১০০ বিলিয়ন ডলার। 

মসজিদুল হারামের কাছেই অবস্থিত বিশাল আকৃতির আবরাজ আল বাইত বা ক্লক টাওয়ারও রয়েছে বিশ্বের ব্যয়বহুল ভবনের তালিকায়।

পবিত্র কাবা শরীফকে কেন্দ্র করে মুসলমানরা মসজিদুল হারামে তাওয়াফ করেন। কাবা শরিফের পাশে রয়েছে মাকামে ইবরাহীম এবং হাজরে আসওয়াদ। হজ ও ওমরার সময় মুসলমানরা হাজরে আসওয়াদকে চুম্বন করেন।

হজ ও ওমরার সময় পবিত্র কাবাঘরের তাওয়াফ শেষে মাকামে ইবরাহিমের পেছনে দাঁড়িয়ে দুই রাকাত নামাজ পড়েন ইবাদতকারীরা।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন