ফুটবল

অলিম্পিকের টিকিট কাটা আর্জেন্টাইন যুবাদের মেসির অভিনন্দন

দক্ষিণ আমেরিকা অঞ্চলের অলিম্পিক বাছাইয়ের ম্যাচে ব্রাজিলকে হারিয়ে প্যারিস ২০২৪ অলিম্পিকের টিকিট পেয়েছে আর্জেন্টিনার যুবারা। ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দলকে ১-০ গোলে হারিয়ে দারুণ এ অর্জনে হাভিয়ের মাচেরানোর দলকে অভিনন্দন জানিয়েছেন লিওনেল মেসি।

মেসি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের ম্যাচ জয়ের পর উচ্ছ্বাসের একটি ছবি দিয়ে লিখেছেন, ‘ভামোস।’ বাংলায় এর মানে দাঁড়ায় ছোটো বা চলো। একই সঙ্গে হাততালির চারটি ইমোজিও দিয়েছেন মেসি।

আর্জেন্টিনার যুবাদের অভিনন্দন জানিয়েছেন আরেক বিশ্বকাপজয়ী তারকা আনহেল দি মারিয়াও। ইনস্টাগ্রাম স্টোরিতে একই ছবি ব্যবহার করে আর্জেন্টাইন উইঙ্গার লিখেছেন, ‘আর্জেন্টাইনদের জন্য কী দারুণ একটা ব্যাপার এটা! অভিনন্দন তোমাদের। এটা তোমাদের প্রাপ্যই ছিল।

মেসি অবশ্য ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনন্দন জানানো পাশাপাশি, ম্যাচ শেষে মাচেরানোকে ফোন দিয়ে সরাসরিই অভিনন্দন জানিয়েছেন। ম্যাচ শেষে আর্জেন্টিনার যুব দলের কোচ ও মেসির সাবেক সতীর্থ মাচেরানো জানিয়েছেন, ‘সে আমাদের অভিনন্দন জানিয়েছে। খুব খুশি সে। ’

 

এ সম্পর্কিত আরও পড়ুন