আর্কাইভ থেকে বাংলাদেশ

জেমিকে স্টুপিড বললেন তামিম!

বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হিসেবে দ্বিতীয়বার দায়িত্ব নিয়েছেন জেমি সিডন্স। এবার অবশ্য পদ ভিন্ন। হয়েছেন ব্যাটিং পরামর্শক। এবার বির্তকের জন্মদিলেন জেমি।  সমালোচনার সুযোগটা করে দিয়েছেন ক্ষোদ ব্যাটিং পরামর্শক। 

দেশসেরা ড্যাশিং ওপেনার তামিম ইকবালকে চার নম্বরে খেলার পক্ষে যুক্তি দিয়েছিলেন বাংলাদেশের ব্যাটিং কোচ জেমি সিডন্স। কিন্তু তামিম নিজে চান না তিনি কখনো চারে ব্যাট করবেন। ওপেনিংয়েই ভালো করার ইচ্ছা তার।

রোববার (০৫ জুন) এক অনুষ্ঠানে তামিম বলেন, ‘আমি চারে ব্যাটিং করার কোনো কারণই দেখি না। ক্রিকেট ক্যারিয়ারে দীর্ঘ ১৭ বছর ধরে আমি ওপেনিংয়ে নামছি এবং যথেষ্ট ভালোও করছি। সুতরাং, চার নম্বর পজিশনে খেলার কোনো কারণই নেই।’

সিডন্সের এই বক্তব্যের পরই মূলত শুরু হয় সমালোচনা। অনেকেই পক্ষে-বিপক্ষে কথা বলছেন। তবে সমালোচনার মধ্যে জল ঢেলে দিলেন তামিম ইকবাল নিজেই। জানিয়ে দিলেন, চারে খেলার কোনো সম্ভাবনাই নেই। সেই সঙ্গে এমন ভাবনা নিয়ে প্রশ্ন করাটাকেই ‘স্টুপিড’বললেন বাঁ-হাতি এই ওপেনার।

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন