১১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার এক
কুড়িগ্রামের ফুলবাড়ীতে চলমান মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১১ কেজি ৩শ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। বাদী হয়ে গ্রেফতারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার দুপুরে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করে।
আজ সোমবার (৬ জুন) ফু্লবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এস আই পলাশ চন্দ্র রায় ও এস আই এনামুল হকের নেত্বতে পুলিশের একটি টিম বরিবার গভীর রাতে উপজেলার কাশিপুর ইউনিয়নের সীমান্তবর্তী অনন্তপুর এলাকার মাদক কারবারী মাইদুল ইসলাম(৩৫) এর বাড়ীতে অভিযান চালিয়ে ধানের গোলা (ডুলি) থেকে ১১ কেজি ৩শ গ্রাম গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
মেঘ হাসান