খেলাধুলা

সাকিব ঝড়ে খুলনাকে উড়িয়ে দিলো রংপুর

ব্যাটে বলে অলরাউন্ডিং পারফর্মেন্স দেখিয়েছেল সাকিব। তাঁর রংপুরের সামনে রীতিমতো উড়ে গেছে খুলনা। সাকিবের রংপুর রাইডার্স জিতেছে ৭৮ রানে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিপিএল এর এবারের আসরে মুখোমুখি হয় দুই দল।

ব্যাটিংয়ে নেমে এবারের আসরে সবচেয়ে দ্রুত হাঁফ সেঞ্চুরি করেছেন সাকিব। ৩১ বলে ছয় টি ওভার বাউন্ডারি এবং সমান সংখ্যক বাউন্ডারি মেরে সাকিব থামেন ৬৯ রানে।

রংপুরের দেয়া ২২০ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে শুরতেই হোচট খায় খুলনা। দলীয় ১৮  রানে সাকিবের এলবি ডাব্লিউর ফাদে পড়ে  এভিন লুইসের উইকেট হারায় খুলনা। পাওয়ার প্লে শেষ হবার আগেই মাঠ ছাড়েন আনামুল। এরপরে সাউথ আফ্রিকান রিক্রুট ইমরান তাহিরের সামনে তেমন সুবিধা করতে পারেনি খুলনার ব্যাটাররা। এই সাউথ আফ্রিকান নেন ৫ উইকেট। এছাড়া সাকিব আল হাসান নেন দুটি উইকেট।

এর আগে ব্যটিংয়ে নেমে শুরতে রনি তালুকদার ও হ্যান্ড্রিক্সে হারালেও , সাকিবের ব্যাটে পথ হারায়নি রংপুর। সাকিবের পরে দলীয় দ্বিতীয় সর্বোচ্চ ৬০  রান করেন মাহাদী হাসান।

২৬ রানে ৫ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন ইমরান তাহির।

উল্লেখ্য, এই জয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ স্থান ধরে রাখলো  রংপুর।

এ সম্পর্কিত আরও পড়ুন