১৪ বছর পর জুটি বাঁধলেন অপু-নিরব
১৪ বছর পর চা শ্রমিকদের জীবনের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র ছায়াবৃক্ষে জুটি বেধেছেন চিত্র নায়িকা অপু বিশ্বাস ও চিত্র নায়ক নিরব হোসেন। সিনেমাটি পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে বলে জানিয়েছে এর পরিচালক।
পরিচালক বলেন, এ সিনেমার মাধ্যমে দীর্ঘদিনের শ্রমের ফসল দর্শকের সামনে আসতে যাচ্ছে। এতে ১০ জনের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী কাজ করেছেন। তাঁর বিশ্বাস,এ সিনেমার মাধ্যমে দর্শক এক নতুন গল্পের সঙ্গে পরিচিত হবেন। সিনেমাপ্রেমী ও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে সক্ষম হবো বলে মনে করেন তিনি।
নায়ক নিরব বলেন, “মন যেখানে হৃদয় সেখানে’ সিনেমায় অপু বিশ্বাসের সঙ্গে সর্বশেষ অভিনয় করেছেন তিনি। এরপর স্টেজ শোতে পারফর্ম করলেও দু’জনেরআরএকসঙ্গে সিনেমায় অভিনয় করা হয়ে ওঠেনি। অপু বিশ্বাস অত্যন্ত সহযোগিতা পরায়ণ শিল্পী। সবদিক থেকে তাঁর সাপোর্ট পেয়েছেন বলেই কাজটি এত সুন্দর হয়েছে। দীর্ঘদিন পর যে তারা কাজ করেছেন,শ্যুটিং এর সময় তা মনেই হয়নি।
প্রসঙ্গত, ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানে নির্মিত সিনেমাটিতে অভিনয় করেছেন কাজী নওশাবা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, ডন, এলিনা শাম্মি, আজম খান প্রমুখ। অনুপম কথাচিত্রের ব্যানারে সিনেমাটির কাহিনি ও সংলাপ তানভীর আহমেদ সিডনির।