আর্কাইভ থেকে বাংলাদেশ

পুরোপুরি নিভেছে কন্টেইনার ডিপোর আগুন

প্রায় ৮৭ ঘণ্টা পর পুরোপুরি নিভেছে চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোর আগুন।

বুধবার (৮ জুন) দুপুর ১২টার দিকে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ১৮ ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম হিমেল এ তথ্য নিশ্চিত করেন।

আরিফুল ইসলাম হিমেল বলেন, সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোর আগুন নিভেছে। এখন আর আগুন নেই। তবে ধোয়াঁ আছে একটু একটু।

শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার পর রাসায়নিকের কন্টেইনারে একের পর এক বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। 

সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪৪ জন। এখন পর্যন্ত ২৫ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ১৬ জনের পরিচয় এখনো মেলেনি। তাদের শনাক্তে ৩৭ জন স্বজনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। ইতোমধ্যে ডিপোর অগ্নিকাণ্ডে নিহত ৫ জনকে নিজ গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন