আর্কাইভ থেকে বাংলাদেশ

কুবিতে এক শিক্ষার্থীর বিরুদ্ধে বিয়ের প্রতারণার অভিযোগ

বিয়ের প্রলোভন দেখিয়ে দিয়ে এক ছাত্রীকে মানসিক নির্যাতন এবং একাধিক ছাত্রীর সঙ্গে সম্পর্ক রাখায় চেষ্টা করায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী শাহরিয়ার খান নোবেলের বিরুদ্ধে  অভিযোগ করেন এক ছাত্রী। 

বুধবার (৮ জুন) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উপদেষ্টার মাধ্যমে বিভাগীয় প্রধানের কাছে একটি অভিযোগ দেয়া হয়।

শাহরিয়ার খান নোবেল কুবির  (২০১৫-১৬) শিক্ষাবর্ষের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র। 

অভিযোগসূত্রে জানা যায়, নোবেল সম্পর্কের শুরু থেকেই ভুক্তভোগী ছাত্রীকে বিয়ের আশ্বাস দিয়ে আসছেন। এ সময়ে অনেকবারই ভুক্তভোগীকে শারিরীকভাবেও লাঞ্চিত করার চেষ্টা করেন তিনি। তবে সম্পর্কের স্বার্থে এসব মেনে নিয়েছিলেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

এসময়ে ফেসবুক মেসেঞ্জারে নোবেলের সাথে বিশ্ববিদ্যালয়ের আরও একাধিক ছাত্রীর কথোপকথনের কয়েকটি স্ক্রিনশট ছড়িয়ে পড়লে তার সূত্র ধরে এসব বিষয় জানা যায়।

অভিযুক্ত শাহরিয়ার খান নোবেল বলেন, ‘আমার সাথে এক সময় একজনের প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্ক এখন শেষ হয়ে গেছে। সম্পর্ক থাকাকালীন সময়ে কথাবার্তা হয়েছে। এখন মানসিক হেনস্থার কি অভিযোগ আসছে আমি জানি না। আমি অবগত না।’

বিষয়টি নিয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী উপদেষ্টা ও সহকারী অধ্যাপক আলি আহসান বলেন, ‘আমরা দু’জনের সাথে কথা বলে কাউন্সিলিং করার চেষ্টা করেছি। আইনি পদক্ষেপ বা শাস্তি দেয়ার কোন পদক্ষেপ বিভাগের থাকে না।’

আলি আহসান আরও বলেন, ‘আমি ও বিভাগের আরেকজন শিক্ষক মিলে অভিযোগকারী ও অভিযুক্তের কথা শুনেছি। যেভাবে কাউন্সিলিং করে সেভাবে কাউন্সিলিং করেছি। আমরা মনে করেছি কাউন্সিলিং এর মাধ্যমে অভিযোগটা সমাধান করা সম্ভব।’

 

এ সম্পর্কিত আরও পড়ুন