হারের রেকর্ড গড়লো দুর্দান্ত ঢাকা
আসরের প্রথম ম্যাচ জয় পেয়েছিলো দুর্দান্ত ঢাকা। এরপর আর জয়ের মুখ দেখেনি রাজধানীর দলটি। আজ খুলনা টাইগার্সের বিপক্ষেও হেরে টানা দশম ম্যাচে পরাজয় ঘটলো ঢাকার। যা বিপিএল ইতিহাসে কোনো দলের টানা হারের রেকর্ড।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৮ রান তুলেছে ঢাকা। জবাবে খেলতে নেমে ১৫ ওভার ২ বলে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় খুলনা।
আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের নেমে খুলনাকে ১২৯ রানের সহজ লক্ষ্য দেয় ঢাকা। জবাবে খেলতে নেমে ইনিংসের প্রথম বলেই বোল্ড আউট হন এনামুল হক বিজয়। ৩ বলে ৪ রান করে বাউন্ডারি লাইনে ধরা পড়েন ইভেন লুইস।
তৃতীয় উইকেটে পারভেজ ইমান ৩০ বলে ৪০ রান করেন ফিরে যাব। এরপর আফিফ হোসেনকে সঙ্গে নিয়ে শাই হোপ করেন ২৮ বলে ৩২ রান। শেষ পর্যন্ত পার্নেলের ৫ বলে ৫ রান এবং আফিফের ২১ বলের অপরাজিত ৪৩ রানে ভর করে ২৩ বল এবং ৫ উইকেট হাতে রেখে জয় পায় খুলনা।