আর্কাইভ থেকে বাংলাদেশ

ফাসিতে ঝুলে গৃহবধুর আত্মহত্যা

নাগেশ্বরীতে ফাসিতে ঝুলে আত্মহত্যা করেছে এক গৃহবধু। মৃত আলেমা বেগম (৫২) নেওয়াশী ইউনিয়নের পুর্ব সুখাতী গীড়াইপাড় গ্রামের মেহের জামালের স্ত্রী।

আজ বৃহস্পতিবার (৯ জুন) ভোরে এই ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে ফজরের আযান শেষে বাড়ির পাশের মসজিদে নামাজ আদায় করতে যান মেহের জামাল। এ সুযোগে সবার অলক্ষ্যে শোবার ঘরের পাশে একটি ফাকা ঘরের ধর্নায় রশি ঝুলিয়ে ফাসি দেয় তার স্ত্রী অালেমা বেগম। নামাজ শেষে বাড়ি ফিরে স্ত্রীকে দেখতে না পেয়ে স্বামী মেহের জামাল ভেবেছিলেনর সে হয়ত পরিবারের নৈমিত্তিক কাজে ব্যাস্ত। কাজ শেষে ঘরে ফিরবেন এই ভাবনায় ফের ঘুমিয়ে পড়েন তিনি। কিছুক্ষণ পরে ঘুম শেষে স্ত্রীকে না পেয়ে ডাকাডাকি শুরু করেন। সাড়া না পেয়ে অাশেপাশে খুজতে থাকেন। এক পর্যায়ে পাশের ঘরে খুজতে গিয়ে দেখেন সেখানে ঘরের ধর্নায় ফাসিতে ঝুলছে স্ত্রী আকেমার মরদেহ। পরে তার চিৎকার চেচামেচিতে আশে পাশের লোকজন এসে সেখান থেকে মরদেহ নামায়।

নাগেশ্বরী থানার ওসি (তদন্ত) তামবিরুল ইসলাম জানান, এ বিষয়ে কোন অভিযোগ না থাকায় ইউডি মামলা দিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন