মোস্তাফিজের বিপিএল খেলা নিয়ে যা বললেন বিসিবির চিকিৎসক
কুমিল্লা ভিক্টোরিয়ানসের তারকা মুস্তাফিজুর রহমান অনুশীলন করতে গিয়ে বল মাথায় লেগে আঘাত পেয়েছেন। এ সময় রক্ত পড়তে দেখা গেলে তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে স্থানীয় ইম্পেরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে স্ক্যান করানোর পর জানা যায়, মোস্তাফিজের মাথার চোট শুধু বাইরের অংশে। অভ্যন্তরীণ কোনো চোট নেই। কুমিল্লা ভিক্টোরিয়ানসের দেওয়া এক বিবৃতিতে দলটির ফিজিও জাহিদুল ইসলাম বলেন, ‘স্ক্যান করানোর পর আমরা জানতে পেরেছি যে চোট শুধুই বাইরের অংশে। অভ্যন্তরীণ কোনো রক্তক্ষরণ নেই। সার্জিক্যাল টিম ক্ষতস্থানে সেলাই করে দিয়েছে। এখন সে কুমিল্লা ভিক্টোরিয়ানস দলের ফিজিওর নিবিড় পর্যবেক্ষণে থাকবেন।’
তবে মোস্তাফিজ এই চটের পর কবে নাগাদ মাঠে ফিরতে পারেন এমন প্রশ্নের উত্তরে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, ‘খেলতে না পারার কিছু নেই। তবে বিষয়টা যেহেতু মাথার চোট, এমনিতে সাধারণত সেলাই থাকলে তো আমরা ৪-৫ দিন (খেলতে) নিষেধ করি। সেটা এখন মূল বিষয় নয়। এখন মাথার চোটটা পার হলে সেটা দেখা যাবে। কনকাশনের (মাথায় আঘাত পাওয়াজনিত সমস্যা) ব্যাপারটা আগে ক্লিয়ার হোক, তারপর দেখব। আপাতত স্ক্যানটা ভালো, এটাই বড় কথা।’