১০ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন মির্জা আব্বাস
রাজধানীর রমনা মডেল থানার নাশকতার মামলায় জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ নিয়ে গত ২৮ অক্টোবরের পর তার বিরুদ্ধে করা ১১টি মামলার মধ্যে ১০টি মামলায় তিনি জামিন পেয়েছেন।
রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত ১০ হাজার টাকার মুচলেকায় জামিনের আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
মির্জা আব্বাসের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী গণমাধ্যমে বলেন, গত ২৮শে অক্টোবরের পর রাজধানীর পল্টন থানায় মির্জা আব্বাসের বিরুদ্ধে ৬টি মামলা হয়। আর রমনা থানায় মামলা হয় ৪টি। এছাড়া তার বিরুদ্ধে ঢাকা রেলওয়ে থানায় আরও একটি মামলা হয়। এর মধ্যে প্রধান বিচারপতির বাসভবনে হামলায় জড়িত অভিযোগে করা মামলায় আজ জামিন পেলেন মির্জা আব্বাস। ঢাকা রেলওয়ে থানায় করা মামলা ছাড়া অপর ১০টি মামলায় জামিন পেয়েছেন মির্জা আব্বাস।
নাশকতার অন্যান্য মামলায় জামিন পেলে তবেই তিনি কারামুক্তি হতে পারবেন বলে জানান মির্জা আব্বাসের আইনজীবী।
এএম/