আর্কাইভ থেকে বাংলাদেশ

অবশেষে জয়ের দেখা পেলো স্পেন

বল দখলে ম্যাচ জুড়েই একচেটিয়া আধিপত্য করলো স্পেন। সুইজারল্যান্ডের বিপক্ষে খুব বেশি সুযোগ যদিও তারা তৈরি করতে পারেনি। পাবলো সারাবিয়ার শুরুর দিকের গোলই শেষ পর্যন্ত গড়ে দিলো ব্যবধান। উয়েফা নেশন্স লিগের এবারের আসরে প্রথম জয়ের স্বাদ পেল লুইস এনরিকের শিষ্যরা। 

দুই অর্ধেই চলেছে সমান তালে আক্রমণ, তবে প্রথমার্ধে প্রতিপক্ষের জালে দুই বার বল জড়িয়ে কাজটা আগেই সেরে রাখে পর্তুগাল। দ্বিতীয়ার্ধে তাই গোলের দেখা না পেলেও নেশন্স লিগে টানা দ্বিতীয় জয় নিয়ে মাঠ ছেড়েছে ক্রিস্তিয়ানো রোনালদোরা।

বৃহস্পতিবার রাতে 'এ' লিগের গ্রুপ দুই এর ম্যাচে ঘরের মাঠে চেক রিপাবলিককে ২-০ ব্যবধানে হারিয়েছে পর্তুগাল। গোল করেছেন হোয়াও ক্যানসেলো ও গুয়েদেস।

ম্যাচের ৩৩ মিনিটে ক্যানসেলো এবং পাঁচ মিনিট বাদেই ব্যবধান বাড়ান গোনকালো গুয়েদেস। দ্বিতীয়ার্ধে সুযোগ তৈরি করলেও গোলের মুখ খুলতে পারেনি পর্তুগিজরা। চেক রিপাবলিকও পারেনি ব্যবধান কমাতে।

তিন ম্যাচে দুই জয় ও এক হারে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে পর্তুগাল। সমান ম্যাচে একটি করে জ, ড্র ও হারে চার পয়েন্ট নিয়ে তিনে চেক রিপাবলিক।

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন