ধর্ষণের অভিযোগে আলভেজের সাড়ে চার বছরের কারাদণ্ড
বার্সেলোনার নৈশক্লাবে এক নারীকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় ব্রাজিলের সাবেক ডিফেন্ডার দানি আলভেজকে সাড়ে চার বছর কারাবাসের শাস্তি দিয়েছেন স্পেনের আদালত।
বৃহস্পতিবার আদালত রায়ে বলেছেন, ‘ভুক্তভোগীর সম্মতির কোনো প্রমাণ পাওয়া যায়নি। বাদীর করা ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।’ ভুক্তভোগীকে ১ লাখ ৫০ হাজার ইউরো দেওয়ার জন্য আলভেজকে নির্দেশও দিয়েছেন আদালত।
২০২২ সালে কাতার বিশ্বকাপের পর বার্সেলোনার নৈশক্লাবে ওই নারীকে ধর্ষণের অভিযোগে ২০২৩ সালের জানুয়ারিতে মামলা হয় আলভেজের বিরুদ্ধে। ৪০ বছর বয়সী সাবেক এই রাইটব্যাক ধর্ষণের অভিযোগে গত বছরের জানুয়ারিতে স্পেনে গ্রেপ্তার হন।
ইতিহাসে অন্যতম সফল এই ফুটবলারের বিচার শুরু হয়েছিল চলতি মাসের শুরুতে। অভিযোগকারী বাদী সাক্ষ্য দিয়েছেন পর্দার আড়ালে যেন তাঁর পরিচয় প্রকাশ না হয়। বাদীর অভিযোগ, নৈশক্লাবের বাথরুমে আলভেজ জোর করে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। সে সময় ছেড়ে দেওয়ার জন্য বারবার অনুরোধ করেছেন সেই নারী। তাঁর আইনজীবীর মতে, ভুক্তভোগী সে সময় ‘যন্ত্রণাকাতর এবং ভীত’ হয়ে পড়েছিলেন।