আর্কাইভ থেকে বাংলাদেশ

ইউক্রেনিয়ানে স্থানীয়রা পাচ্ছেন রুশ পাসপোর্ট

দক্ষিণ ইউক্রেনে রাশিয়ার দখলে থাকা খেরসন ও মারিউপোল শহরের স্থানীয়দের পাসপোর্ট দিচ্ছে রুশ সরকার।

রুশ সংবাদ সংস্থা তাস বলছে, স্থানীয় সময় শনিবার এক অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবারের মতো পাসপোর্ট তুলে দেয়া হয়। ২৩ জন খেরসনের অধিবাসীকে প্রথম রাশিয়ান পাসপোর্ট দেয়া হয়।

ইউক্রেনে রুশ নাগরিক সৃষ্টিকে ‘রাশিফিকেশন’ বলে তিরস্কার করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অন্যদিকে, রুশ প্রেসিডেন্ট এ প্রক্রিয়াকে দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছেন। 

সংবাদ সংস্থাটি আরও বলেছে, রাশিয়ান পাসপোর্ট পাওয়ার জন্য হাজার হাজার ইউক্রেনিয়ান নাগরিক আবেদন করেছে।

এর আগে রাশিয়া ইউক্রেন থেকে ক্রাইমিয়াকে বিচ্ছিন্ন করেছে। দোনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চলকে পছন্দমতো 'গণপ্রজাতন্ত্রে' পরিণত করেছে। রাশিয়ার এসব পদক্ষেপ আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়ছে। 

ইউক্রেনের কর্তৃপক্ষ এখন আশঙ্কা করছে যে এবারের হামলার পর দখল করে নেয়া অঞ্চলগুলোতেও একই প্রক্রিয়া চলবে।   

অন্যদিকে খেরসনে ইউক্রেনের মুদ্রা হারিভনিয়ার বদলে রাশিয়ান রুবল ব্যাবহারের আদেশ অমান্য করছে ইউক্রেনিয়ান নাগরিকেরা।

ইউরোপের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্রসহ মেলিতোপোলের বেশিরভাগ অঞ্চল এখন রাশিয়ান সেনাদের দখলে।

ক্রাইমিয়া এবং দখলীকৃত ডনবাসে অঞ্চলে রুবল ব্যবহারে বাধ্য করেছে রাশিয়া।

স্থানীয় স্কুলগুলোতে রাশিয়ান শিক্ষাক্রম চালু করা হয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন